চাকরিহারাদের অনশন মঞ্চে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এসএসসি ভবনের সামনে পৌঁছাতেই আন্দোলনকারিদের বিক্ষোভের মুখে বিজেপি সংসদ ‘গো ব্যাক ‘স্লোগান। দাবি একটাই আন্দলনে কোনোরকম রাজনৈতিক প্রবেশে নারাজ। অন্যদিকে পাল্টা অভিজিৎগঙ্গোপাধ্যায় – এর দাবি এরূপ কোনো স্লোগান তিনি শোনেননি। যদি হয়েও থাকে কোনো প্রকৃত শিক্ষক দ্বারা প্রেড়িত নয়। কিছু দা’লা’লই এর উৎসদাতা। কোনো কিছুই তাকে আন্দোলনে অশংগ্রহন করা থেকে বাধা দিতে পারবে না। তিনি আরো জানান যে রাজ্যসরকার যেকোনো ল ফুল ডিরেকশন স্কুল সার্ভিস কমিশনকে দিতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen + 13 =