বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু রুখতে কালনা পৌরসভা ও বিদ্যুৎ দপ্তরের উদ্যোগ।

রাজ্যে কয়েকদিনে খোলা তারের সংস্পর্শে এসে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের।এদিনও মৃত্যু হয়েছে ট্যাংরায় একজনের।নতুন করে খোলা তারে মানুষের দুর্ঘটনা বা মৃত্যু না ঘটে সেই কারণে উদ্যোগ নিল কালনা পৌরসভা ও বিদ্যুৎ দপ্তর।দশ দিনের মধ্যে যে সমস্ত খোলা তার আছে ,তা ঠিক করে দেওয়ার আশ্বাস দিলেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিক।ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গায় চিহ্নিত হয়েছে।এবার থেকে রাজ্যে দুর্ঘটনা যাতে এড়িয়ে যাওয়া যায় সেই কারণে যথেষ্ট তৎপর রাজ্য বিদ্যুৎ দপ্তর,এমনই ছবি ধরা পরল কালনা শহর জুড়ে।কালনা পৌরসভাকে সঙ্গে নিয়ে কালনা বিদ্যুৎ দপ্তর কালনা শহর ও কালনা মহকুমা জুড়ে আজ থেকে শুরু করল খোলা তারের সার্ভে।ইতিমধ্যেই এই সার্ভে করতে গিয়ে কালনা শহরে বেশ কয়েকটি জায়গা নজরে আসে বিদ্যুৎ দপ্তরের যে জায়গাগুলোতে খোলা হয়ে রয়েছে বিদ্যুৎ এর তার।মানুষের হাতের নাগালেই রয়েছে খোলা তার।সেই সমস্ত খোলা জায়গাগুলো অবিলম্বে ঠিক করার আশ্বাস দিলেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিক।তিনি এও জানালেন, আগামী ১০ দিনের মধ্যে কালনা শহর ও মহকুমার মধ্যে এইরকম খোলা বিদ্যুতের তার যেখানে যেখানে আছে তা ঠিক করে ফেলা হবে।স্বাভাবিকভাবেই কালনা পৌরসভা ও বিদ্যুৎ দপ্তরের এই উদ্যোগে খুশি এলাকার মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 16 =