বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত ১, আহত ১।
বসিরহাট মহকুমার হাড়োয়া থানার খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণ পাড়া গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল বেলা স্থানীয় মেছোভেড়িতে কাজ করছিলেন এক ব্যক্তি এবং পাশেই থাকা গাছে জল দিচ্ছিলেন ইলেকট্রিক মোটরের সাহায্যে। হঠাৎই মোটরে হাত দিতেই বিদ্যুৎপিষ্ট হন ৬০ বছরের গণেশ মণ্ডল। তাকে বাঁচাতে গিয়ে আরো একজন যুবক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে গভীর রাতেই মৃত্যু হয় গণেশ মন্ডলের।পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের কর্মীরা গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পুলিশ ইতিমধ্যে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। কিভাবে বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা গেলেন তার পুরোটাই তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।
