বিধানসভার নির্বাচনবিধি ঘোষণা করলো মুর্শিদাবাদ জেলা নির্বাচন কমিশন।

বিধানসভার নির্বাচনবিধি ঘোষণা করলো মুর্শিদাবাদ জেলা নির্বাচন কমিশন।

মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর ও সামশেরগঞ্জের বিধানসভা ভোট।সেই ভোট নিয়ে রবিবার দুপুরে বহরমপুরে জেলা প্রশাসনিক ভবনে বৈঠক করলেন জেলা আধিকারিকেরা।মুর্শিদাবাদ জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী,জেলা পুলিশ সুপার সবরী রাজকুমার এবং জঙ্গিপুর পুলিশ সুপার ওয়াই রঘুবংশী সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন।এদিন জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী বলেন, আগামী ৩০ শে সেপ্টেম্বর ওই দুটি বিধানসভা অর্থাৎ জঙ্গিপুর ও সামশেরগঞ্জ নির্বাচন হতে চলেছে।ওই নির্বাচন উপলক্ষ‍্যে বেশ কিছু নিয়মবিধি ঘোষণা করা হয়।কোভিড বিধিনিষেধ মেনে ইনডোর মিটিং ৩০ শতাংশ জায়গায় দুশো জনকে নিয়ে করা যাবে।৫০০ জনকে নিয়ে ভোট প্রচার সভা করা যাবে।এছাড়া নেতা মন্ত্রীর জনসভায় এক হাজারের বেশি লোককে অনুমতি নয়।এমনকি রোড শো এবং র‍্যালি করা যাবে না।এছাড়াও পথসভা ৫০ জনকে নিয়ে করা যাবে।মাত্র ৫ জনকে নিয়ে বাড়ি বাড়ি প্রচার করতে হবে। ৫৬ টি সামসেরগঞ্জ বিধানসভায় ২৩১ টি পোলিং স্টেশন এবং ৫৮টি জঙ্গিপুর বিধানসভায় ২৫৯ টি পোলিং স্টেশনে ভোটগ্রহণ হবে আগামী ৩০ শে সেপ্টেম্বর।আগামী ২০ সেপ্টেম্বর থেকে ভোট প্রচার শুরু হবে।তবে এই বিধানসভা ভোটের ক্ষেত্রে নতুন করে মনোনয়ন পত্র জমা দিতে হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen + 18 =