বিধানসভা ভোটে আশানুরূপ ফল না হলেও পিছিয়ে নেই বঙ্গ বি জে পি।
আসন্ন পুর ভোটের জনাদেশ আদায় করতে কোমর বেঁধে নেমে পড়েছে পদ্ম শিবির। এমতো অবস্থায় ৫২ নং ওয়ার্ড বিজেপি প্রার্থী কামিনী সামতানি নিজের এলাকায় ভোট প্রচার করলেন। প্রণাম করে হাত জোড় করে চাইলেন মানুষের আশীর্বাদ। জয়ের নিশ্চিত হয়ে কামিনী দেবী বলেন ভোটে জিতে স্বাস্থ্য পরিকাঠামো উন্নতির দিকে প্রথম লক্ষ্য দেবো ও জমা জল পরিষ্কার করাও থাকবে কর্মসূচির মধ্যে।
