আসানসোল পৌরনিগমের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সংখ্যাগরিষ্টতার কারণে পুনরায় আসানসোল পৌরনিগমের দখল থাকে তৃণমূল কংগ্রেসের হাতে, রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে আসানসোল পৌরনিগমের মেয়র হিসাবে বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়ের নাম ঘোষণা করেন। বিধান উপাধ্যায় আসানসোল পৌরনিগমের কাউন্সিলর না হবার কারণে সংবিধান অনুযায়ী তাকে পৌরনিগমের কোন ওয়ার্ড থেকে কাউন্সিলর হিসাবে জয়ী হবার পর পুনরায় তিনি মেয়রের আসনে বসার অধিকার পাবেন। সংবিধান মেনে গত ২১ শে আগষ্ট আসানসোল পৌরনিগমের ৬ নং ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২৪ শে আগষ্ট ফল ঘোষণা হবার পর বিধান উপাধ্যায় নির্বাচিত হন। ২৫ শে আগষ্ট আসানসোল পৌরনিগমের সভাগৃহে জেলা শাসকের উপস্থিতিতে বিধান উপাধ্যায় কাউন্সিলর হিসাবে শপথ গ্রহণ করলেন। বিধান উপাধ্যায়কে অভিনন্দন জানাতে পৌরনিগমে উপস্থিত হন আসানসোল লোকসভার সাংসদ শত্রুঘ্ন সিনহা, তিনি জানান আসানসোল পৌরনিগম একজন ভালো মেয়রকে পেয়েছে তিনি আসানসোল শহরের উন্নতি করবেন। বিধান উপাধ্যায় জানান বিগত একমাস ধরে নির্বাচনের কারণে পৌরনিগমের কাজ করতে পারেন নি আবার তিনি কাজ শুরু করবেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং এলাকাবাসীদের সহযোগিতায় মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায় পৌরনিগমের অসম্পূর্ণ কাজ গুলো সম্পূর্ণ করবেন।