বিধায়কের উদ্যোগে দুঃস্থদের বাড়ি বাড়ি পৌঁছল রেশন।
মাত্র কয়েকদিন আগেই গোসোবা উপনির্বাচন হয়েছে। সেই উপ নির্বাচনে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী সুব্রত মন্ডল। ভোট জয়ের সাথে সাথেই এলাকায় উন্নয়নের কাজে নেমে পড়েছেন তিনি। এবার রাজ্য সরকারের প্রকল্প দুয়ারে রেশন মানুষ ঠিকমতো পরিষেবা পাচ্ছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখতে উদ্যোগী হয়েছেন বিধায়ক নিজেই। ডিলার কে সাথে নিয়ে বিধায়ক গোসোবা বিধানসভার বালি ১ গ্রাম পঞ্চায়েতের বৃদ্ধ প্রতিবন্ধী মানুষদের বাড়ি গিয়ে পৌঁছে দিলেন রেশন। গোটা গোসোবা বিধানসভা কেন্দ্রের প্রতিটি প্রান্তে এইভাবে বৃদ্ধ, অসহায় ও প্রতিবন্ধী মানুষের বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন বিধায়ক। বিধায়কের এই উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষজন।
