বিধ্বংসী অগ্নিকান্ডে পুড়ে ছাই, গোয়ালঘর সহ গবাদি পশু

বিধ্বংসী অগ্নিকান্ডে পুড়ে ছাই, গোয়ালঘর সহ গবাদি পশু

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দিন মজুরের গোয়াল ঘর সহ ৭ টি ছাগল। অগ্নিকাণ্ডটি ঘটেছে সোমবার রাত নয়টা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভক্তিপুর গ্রামে। ক্ষতিগ্রস্ত হয়েছেন আপতাপ হোসেন। আপতাপ হোসেন জানান, মশা তাড়ানোর জন্য এদিন রাতে গোয়াল ঘরে কোয়েল জ্বালিয়ে ছিলেন। হটাৎ করে গোয়াল ঘরের শুকনো খড়ে আগুন ধরে যায়।নিমেষের মধ্যেই আগুন ধরে যায় গোয়াল ঘরে।দাউ দাউ করে জ্বলতে থাকে ঘর। স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগালেও তা নিয়ন্ত্রণ করতে পারেননি।ফোন করা হয় তুলসীহাটা দমকল অফিসে। একটি ইঞ্জিন এসে ঘন্টা খানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেন বলে খবর।ইতিমধ্যে একটি গোয়াল ঘর ও একটি রান্না এবং ৭টি ছাগল পুড়ে ছাই হয়ে যায়। একমাস পরে ঈদের বাজারে ছাগলগুলি বিক্রি করার কথা তার আগেই সব শেষ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 + eight =