ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জ ১ নাম্বার গ্রাম পঞ্চায়েতের কালুগছ গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে আগুন লাগে। কালুগছ গ্রামের দবির উদ্দিনের বাড়িতে। পরিবার সূত্রে জানা গিয়েছে হটাৎ আগুন লাগায় কোনোক্রমে বাড়ির লোকেরা ঘর থেকে বেরিয়ে আসে। রাতে হঠাৎ অগ্নিকাকান্ডের ঘটনায় বাড়ি থেকে কোনো সামগ্রী বার করতে পারেননি বলে জানা গিয়েছে। খবর দেওয়া হয় ইসলামপুর দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয় দমকল বাহিনীর আধিকারিকরা এবং ঘটনাস্থলে পৌঁছায় রামগঞ্জ থানার পুলিশ। পরিবারের লোকেরা বলেন কি কারণে আগুন লেগেছে এখনো পর্যন্ত জানা যায়নি এবং কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আগুন লাগার ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Home জেলা
