বিনামূল্যে করোনা পরীক্ষা, স‍্যনিটাইজার মাক্স বিতরণ প্রাক্তন সেনা কর্মীদের।

প্রাক্তন সেনা কর্মীদের জমানো অর্থ দিয়ে মেডিকেল ক্যাম্প।বসিরহাটের সুন্দরবনের হাসনাবাদ ব্লকের কালীবাড়িতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প করলেন প্রাক্তন সেনা কর্মীরা। এখানে একদিকে করোনা পরীক্ষা অন্যদিকে মাক্স স্যানিটাইজার বিতরণ করলেন, পাশাপাশি বর্ষাকালীন জল বাহিত রোগের যে প্রকোপ দেখা দিয়েছে সেগুলো একদিকে চিকিৎসা অন্যদিকে সচেতনতার বার্তা দেন। প্রান্তিক মানুষের বিনামূল্যে ডেঙ্গু ম্যালেরিয়া, ইসিজি সুগার রক্ত সহ বিভিন্ন রোগের পরীক্ষা করলেন। অন্যদিকে বিনামূল্যে ওষুধও দিলেন। নামি চিকিৎসকদের এনে এই কাজ তারা লাগাতার একদিকে সীমান্ত অন্যদিকে সুন্দরবনে করে চলেছেন। প্রাক্তন সেনা কর্মী মধুসূদন গাইন নিমাই দাস উদ্যোগে বেশ কয়েকজন সেনা কর্মী সহযোগিতায় তাদের জমানো অর্থ দিয়ে এই কাজ তারা বছরের প্রতিটা সময় প্রান্তিক মানুষের পরিষেবা দিয়ে চলেছেন। আর পাঁচটা মানুষের স্বাভাবিকভাবে জীবন যাপনের মধ্য দিয়ে এই পরিষেবা মধ্য দিয়ে কাজের সংকল্প নিয়েছেন। সম্পূর্ণ নিজের দের সঞ্চিত অর্থ দিয়ে এই কাজ করে চলেছেন ।যাতে স্বাস্থ্য ও রোগ নিরাময় সুস্থ জীবন গড়ে তুলতে তাদের এই উদ্যোগ, আগামী দিন লাগাতার এই কাজ করে যাবেন বলে তারা জানিয়েছেন। আজ ৫০০ জনের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার, পাশাপাশি বিভিন্ন ওষুধ দেওয়া হয়। যেসব মানুষরা দুরারোগ্যের রোগে আক্রান্ত তাদেরকে এই পরিষেবা দিতে তারা বদ্ধপরিকর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen + twenty =