বিনেপয়সায় অ্যাম্বুলেন্স ও স্বর্গরথের পরিষেবা চালু করল বর্ধমানের দক্ষিণের বিধায়ক খোকন দাস।

বিনেপয়সায় অ্যাম্বুলেন্স ও স্বর্গরথের পরিষেবা চালু করল বর্ধমানের দক্ষিণের বিধায়ক খোকন দাস।

তৃণমূলের ২৫ তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হলো সারা রাজ্যে। পালিত হল পূর্ব বর্ধমানেও।
তৃণমূলের ২৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস মানুষের কথা চিন্তা করে চারটি অ্যাম্বুলেন্স ও দুটি স্বর্গ রথ (শববাহী গাড়ি) বর্ধমান বাসীর জন্য দিলেন।
এর ফলে বর্ধমান শহর ও পার্শ্ববর্তী এলাকার বহু মানুষ বিনি পয়সায় হাসপাতাল থেকে বাড়ি, বাড়ি থেকে হাসপাতাল এবং মৃতদেহ বহনের জন্য স্বর্গ রথ পাবেন। গতকালকের  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পূর্বস্থলী দক্ষিণের বিধায়ক স্বপন দেবনাথ সহ জামালপুরের বিধায়ক ও বর্ধমানের যুব সভাপতি অলোক মাঝি। উল্লেখ্য, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বিধায়ক তহবিল ও নিজের সঞ্চিত অর্থে এই গাড়িগুলো প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × four =