বিপর্যয় কবলিত সাগরদ্বীপে এবার চালের তৈরি প্রতিমা।

বিপর্যয় কবলিত সাগরদ্বীপে এবার চালের তৈরি প্রতিমা।

ঘূর্ণিঝড়ের প্রভাবে তছনছ হয়ে গিয়েছে বঙ্গোপসাগরের উপকূলে গড়ে ওঠা দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপ।প্রকৃতির সঙ্গে নিত্য লড়াই করে বেঁচে থাকে এখানকার মানুষ। সুন্দরবনের এই দ্বীপাঞ্চলে গত ৪১ বছর ধরে দুর্গাপুজোর আয়োজন করে আসছে সাগরের শ্রীধাম সর্বজনীন দুর্গোৎসব সেবা সমিতি।এবছর ৪২ বছরে পড়ল এই পুজো।সাগরের অন্যতম বড় পুজোর প্যান্ডেল তৈরীর কাজ চলছে জোরকদমে।এবারের পুজোর থিমে উঠে এসেছে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প।দেবী দুর্গাকে এখানে করোনাসুর হিসেবে তুলে ধরা হবে।পুজোর কয়েকদিন এখানে রাজ্য সরকারের নানান সামাজিক প্রকল্পগুলি নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হবে।এই বছর এই পূজা মণ্ডপের মূল আকর্ষণ সাগরে শিল্পী দেবতোষ দাসের তৈরী ৩ ইঞ্চি চাল দিয়ে তৈরি দুর্গা প্রতিমা,যা এই প্রদর্শনীর মূল আকর্ষণ হতে পারে। এছাড়া পুজোর দিনগুলিতে রক্তদান, বস্ত্র বিতরণ থেকে শুরু করে নানান সামাজিক কর্মসূচী পালন করে কমিটি।পুজোর উদ্বোধক থাকবেন স্থানীয় বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − 11 =