বিপুল পরিমাণে আগ্নেয় অস্ত্রসহ গ্রেপ্তার জলঙ্গিতে দুই ব্যক্তি। আগ্নেয় অস্ত্রতে দেখা যাচ্ছে চীনা লোগো।
সূত্রের খবরের ভিত্তিতে আজ জলঙ্গি থানার পুলিশ জলঙ্গি থানার অন্তর্গত সাহেবরামপুরে অভিযান চালায় তখনই দুই ব্যক্তিকে সন্দেহবাজন ভাবে দেখতে পায় এবং আটক করে তাদের কাছ থেকে উদ্ধার হয় চারটে দেশি পিস্তল ,আটটি খালি ম্যাগাজিন, ও ৩০ রাউন্ড তাজা গুলি সঙ্গে সঙ্গে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে জানা যায় যে ধৃত ওই ব্যক্তির নাম জয়প্রকাশ মন্ডল ও সুকুমার মন্ডল তাদের বাড়ি মালদা জেলার বইসবনগর এলাকায়। তবে কি কারণে মালদা থেকে মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল তার তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ এবং এ কান্ডের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তার তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ। তবে আজ তাদের ৭ দিনের পুলিশ হেফাজত জানিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে এমন টাই জানা যায়।