বিপুল পরিমাণ অবৈধ বার্মা টিক কাঠ সহ লরি আটক,গ্রেফতার ২

লরির ভিতর থেকে ভাঙা কাঁচের বোতলের বস্তার আড়াল থেকে বেরিয়ে এল লক্ষাধিক টাকার বার্মা টিক দেখে চক্ষু চরকগাছ বন কর্মীদের ।সোমবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে বন দপ্তরের কর্মীরা ৩১ নং জাতীয় সরকের দশ দরগা এলাকায় একটি ১৪ চাকার লরি আটক করেন। এর পর ওই লরিতে তল্লাশি চালিয়ে ভাঙা কাঁচ ভর্তি বস্তার আড়াল থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বার্মা টিক কাঠ। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, লরিতে করে এই বিপুল পরিমাণ অবৈধ কাঠ অসম থেকে কলকাতায় পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল।এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে বন দপ্তরের কর্মীরা। ধৃতদের নাম রোহিত গুপ্তা ও জ্ঞান চন্দ্র দুজনেই উত্তর প্রদেশের বাসিন্দা। ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − three =