বিপুল পরিমাণ জালনোট সহ এক যুবককে গ্রেফতার করলো সামসেরগঞ্জ থানার পুলিশ।
ধৃত ওই যুবকের নাম মানিরুল শেখ(২৫)। তার বাড়ি সাগরদীঘি থানার ইসলামপুর এলাকা। বৃহস্পতিবার রাতে সামসেরগঞ্জের গাম্ভারতলা থেকে গ্রেপ্তার করা হয় ওই যুবককে। ধৃতের কাছ থেকে ৪৯৫ পিস জালনোটে মোট ২ লক্ষ ৪৭ হাজার পাঁচশো টাকা উদ্ধার করেছে সামসেরগঞ্জ থানার পুলিশ। কাকে এবং কি উদ্দেশ্য এত বিপুল পরিমাণ জালনোট নিয়ে এসেছিলো ওই যুবক তার তদন্ত শুরু করেছে পুলিশ। শুক্রবারই তাকে আদালতে পাঠানো হয়।
