বিপুল পরিমাণ নকল সোনার কয়েনসহ পুলিশের জালে এক দুষ্কৃতী।
বিপুল পরিমাণ নকল সোনার কয়েনসহ পুলিশের জালে এক দুষ্কৃতী।গোপন সূত্রে খবর পেয়ে সাঁইথিয়া থানার পুলিশ ও আহম্মদপুর ফারির পুলিশ মিলিত প্রয়াসে সাঁইথিয়া থানার অন্তর্গত টেকাদ্দা গ্রাম থেকে সেক ফুলো নামে এক যুবককে আটক করে।ওই যুবকের কাছ থেকে ১ লক্ষ ১৫ হাজার টাকা সহ একটি ওয়ান সাটার ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে।পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের বাড়ি কল্যাণপুর।