বৃহস্পতিবার দুপুরে হাওড়ার একটি মঞ্চ থেকে রাজ্যের মোট ১৫টি জেলার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করা হয়।মুখ্যমন্ত্রীর একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও পরিষেবা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়াল যোগ দেয় মালদা জেলা প্রশাসন। মালদা জেলার বিভিন্ন ব্লক এবং দুই পৌরসভাতেও ভার্চুয়াল অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করা হয়।জেলা প্রশাসনের পক্ষ থেকে মালদা কলেজ অডিটোরিয়ামে ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেওয়া হয়।উপস্থিত ছিলেন রাজ্যের দুই প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তাজমুল হোসেন, জেলাশাসক নীতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক ও বেনিফিশিয়াররা।এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে বিভিন্ন প্রকল্পের সরকারি পরিষেবা প্রদান করা হয়। সবুজ সাথী, কন্যাশ্রী, যুবশ্রী, কৃষক বন্ধু ঋণ সহ বিভিন্ন প্রকল্পের পরিষেবা প্রদান করা হয় বেনিফিশিয়ারিদের মধ্যে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen + 19 =