বিয়ে করার দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসলো প্রেমিকা
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাসের অভিযোগ, বিয়ে করতে হবে এই দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসলো প্রেমিকা,বৃহস্পতিবার রাতভর চলে ধর্না, আমডাঙার রাইপুর গ্রামের ঘটনা।অভিযোগ দীর্ঘদিন ধরে রায়পুর গ্রামের শামীম লস্কর এর সঙ্গে পার্শ্ববর্তী রামপুর গ্রামের সাহানওয়াজ আরেফিন এর দীর্ঘদিনের সম্পর্ক,অবশেষে বৃহস্পতিবার রাত্রে বিয়ের দাবিতে আমডাঙার রায়পুর গ্রামে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসলো প্রেমিকা।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। প্রেমিকা শান ওয়াজ আরেফিনকে উদ্ধার করতে গেলে তাকে থানায় নিয়ে যাওয়া যাবেনা এই দাবিতে পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ,পরে গ্রামবাসীদের সহযোগিতায় পায়ে হেঁটে থানায় গিয়ে অভিযোগ জানায় প্রেমিকা সান ওয়্যাজ আরেফিন,বিয়ে না করলে কোনোভাবেই ধর্না থেকে উঠবেনা সাফ জানিয়ে দিলেন শামীম লস্করের প্রেমিকা ,পলাতক অভিযুক্ত।পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
