ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত দশটা নাগাদ পুরাতন মালদার আদমপুর এলাকায় মহামায়া মন্দিরের নিকট। জানা গেছে মৃত দুজনের নাম অসীম সরকার (৪০) ও ছবি কর্মকার(৪৫),। এরা দুজনেই ভাই বোন।জানা যায় পরিবারের এক আত্মীয়ের মেয়ের বাড়িতে বিয়ে ছিল এবং সেই বিয়ের অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করতে যাচ্ছিল মালদার কোট স্টেশন সাহাপাড়া এলাকায়। আর পথে যেতেই এই দুর্ঘটনা।এরা প্রত্যেকেই একটি অটো করে যাচ্ছিল। জানা যায় আইহো দিক থেকে মালদার দিকে আসার সময় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অটোপিছনে ধাক্কা মারলে অটো পাল্টি খেয়ে যায় ।এবং তার ফলেই মৃত্যু হয় দুজনের আহত হয় ১৫ জন এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনা ব্যাপক চাঞ্চলের ছাড়াই ওই এলাকায়।