বিরশিবপুরে দুষ্কৃতীদের খপ্পরে সিভিল ইঞ্জিনিয়ার গুলিবিদ্ধ
রাতে ৬ নম্বর জাতীয় সড়কের বিরশিবপুরে দুষ্কৃতীদের খপ্পরে সিভিল ইঞ্জিনিয়ার ,বাইক ছিনতাইয়ের চেষ্টা ।ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া থানার বিরশিবপুরে , জানা গেছে পিনাকি দাস বাড়ি পাঁচলা থানার রানিহাটি এলাকায় তিনি পেশায় সিভিল ইঞ্জিনিয়ার ।কিছু কাজের জন্য উলুবেড়িয়া থানার পাঁচলা বাজার এলাকায় মটরবাইকে করে এসেছিলেন সেই সময় তার মানিব্যাগ ওই এলাকায় হারিয়ে যায় তাতে গুরুত্বপূর্ণ কাগজপত্র থাকায় উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার জন্য উলুবেড়িয়া থানার উদ্দেশ্যে রওনা দেন রাতের অন্ধকারে ৬ নম্বর জাতীয় সড়ক ধরে আসার সময় ভুলবশত তিনি থানার রাস্তা ভুলে উলুবেড়িয়া ছেড়ে বেরিয়ে যান কিছুদূরে বিরশিবপুরের কাছে বুঝতে পেরে গাড়ি দাঁড় করিয়ে ফোনে কটা বেজেছে দেখেন। সেই সময় দুই দুষ্কৃতী বাইকে করে এসে পিনাকী বাবুকে বন্দুক দেখিয়ে বলে কি আছে তাড়াতাড়ি দিয়ে দে, এবং গাড়ি ছিনতাই করার চেষ্টা করেন সেই সময় পিনাকি বাবু তাদের হাত দিয়ে বন্দুক ধরে নেওয়ার চেষ্টা করলে দুষ্কৃতীরা গুলি চালায় একটি গুলি পিনাকী বাবুর গাড়ির টাংকে লাগে । শুরু হয় ধস্তাধস্তি দুষ্কৃতীরা আবারো দুটি গুলি চালায় একটি গুলি লাগে কাধে আরএকটি গুলি লাগে পিঠের উপরে , অবস্থা বেগতিক দেখে দুষ্কৃতীরা চম্পট দেয়। পরে কোনো রকমে বাড়ির লোককে ফোন করলে তাকে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা একটিও গুলী বার করতে না পেরে তাকে কলকাতায় স্থানান্তরিত করার পরামর্শ দেন। পরিবারের লোক জানান উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করতে এসে বেশ কিছুক্ষণ উলুবেড়িয়া থানা পুলিশের জেরার মুখে পড়তে হয় পিনাকি বাবুকে । এর আগেও উলুবেড়িয়া থানা এলাকাসহ বেশ কয়েকটি থানা এলাকার ছয় নম্বর জাতীয় সড়কে ঘটে চলেছে এই ধরনের ছিনতাইয়ের ঘটনা। ফলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।