বিরিয়ানি ও টাকা দেওয়ার ভিডিও ভাইরাল, ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে,বললেন হরিহরপাড়া বিধানসভার তৃণমূল প্রার্থী।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল সাইটে।ভিডিওটিতে দেখা যাচ্ছে,হরিহরপাড়ার কিছু মানুষকে বিরিয়ানির প্যাকেট তুলে দিচ্ছেন তৃণমূল প্রার্থী নিয়ামত শেখ এবং তার পাশে এক ব্যক্তি ১০০০ টাকা করে তুলে দিচ্ছেন প্রত্যেকের হাতে। ওই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় মুর্শিদাবাদ জেলায়।এ বিষয়ে তৃণমূল প্রার্থী নিয়ামত শেখ বলেন,এক বছর আগেকার ওই ভিডিও এখন ভাইরাল করে তার ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে।লকডাউন এর সময় পরিযায়ী শ্রমিকদের তিনি বিরিয়ানি ও টাকা তুলে দিয়েছিলেন।এখন ওই ভিডিও ভাইরাল করা হচ্ছে।প্রার্থী বলেন, নির্বাচনের বিধি নিষেধ সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল তিনি।ফলে ওই আচরণ তিনি এই সময় কখনই করতে পারেন না।অন্যদিকে, হরিহরপাড়ার কংগ্রেস প্রার্থী মীর আলমগীর তৃণমূল প্রার্থীর পাশে দাঁড়িয়েছেন।মীর আলমগীর বলেন, সোশ্যাল সাইটে বা ফেসবুকে প্রচুর ভিডিও ভাইরাল হচ্ছে।ঠিক কখন কার ওই ভিডিও সে সম্পর্কে তিনি কিছু জানেন না। তবে তৃণমূল প্রার্থী নিয়ামত শেখ বিভিন্ন জায়গায় ভোট কেনার চেষ্টা করছেন বলে অভিযোগও করেছেন কংগ্রেস প্রার্থী মীর আলমগীর।