বিরোধী দলগুলির ১৭ জন নেতার সম্পত্তি বৃদ্ধির অভিযোগে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের।

বিজেপি-সিপিএম-কংগ্রেস-সহ ১৭ নেতার সম্পত্তি বৃদ্ধির অভিযোগে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের। তৃণমূলের ১৯ জন নেতা-মন্ত্রীর পাল্টা এবার বিরোধী দলগুলি ১৭ জন নেতা।আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে।শিশির, শুভেন্দু, দিব্যেন্দু অধিকারীদের সম্পত্তি বৃদ্ধির অভিযোগে মামলা করা হয়েছে।তালিকায় রয়েছেন দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, সৌমিত্র খাঁ,অগ্নিমিত্রা পাল, শমীক ভটাচার্যের মতো বিজেপি নেতা-নেত্রীরা। পাশাপাশি সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, কংগ্রেস নেতা আব্দুল মান্নানদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের।প্রসঙ্গত, সম্পত্তি সংক্রান্ত মামলা অন্য আদালতে নিয়ে যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন ফিরহাদ হাকিম, অরূপ রায়, জ্যোতিপ্রিয় মল্লিকের। তাঁদের আইনজীবীরা আবেদনে জানান, যেহেতু রাজ্যে লোকায়ুক্ত আছে, তাই সেখানেই এই মামলার বিচার হওয়া উচিত। এ নিয়ে আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।এ নিয়ে বৃহস্পতিবার শুনানি হয় প্রধান বিচারপতির বেঞ্চে। তিন মন্ত্রীর আবেদন খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 3 =