বিলুপ্ত প্রজাতির কচ্ছপ উদ্ধার,তুলে দেওয়া হলো বন কর্মীদের হাতে।

বিলুপ্ত প্রজাতির কচ্ছপ উদ্ধার,তুলে দেওয়া হলো বন কর্মীদের হাতে।

জলপাইগুড়ির ধূপগুড়িতে বিলুপ্ত প্রজাতির কচ্ছপ উদ্ধার।উদ্ধার হওয়া কচ্ছপ তুলে দেওয়া হলো বনদপ্তরের হাতে।জানা গেছে, ধূপগুড়ির বাসিন্দা অমিত সরকার বৃড়স্পতিবার বিকেলে কুমলাই নদীর বাঁধের ওপর দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলেন। সেইসময় কচ্ছপটিকে পড়ে থাকতে দেখেন তিনি।এরপর তিনি সেটিকে উদ্ধার করে নিজের কাছে রেখে দেন এবং সিদ্ধান্ত নেন পরের দিন সকালবেলা কচ্ছপটিকে তিনি সরকার বা বনদপ্তর হাতে তুলে দিবেন।সেইমতো এদিন তিনি সোনাখালি ফরেস্টের বিট অফিসে গিয়ে কচ্ছপটিকে জমা করেন।উদ্ধার হওয়া কচ্ছপটি সিলেট প্রজাতির এবং এটিকে মূলত আসাম এবং বাংলাদেশে দেখতে পাওয়া যায় বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 2 =