এবার স্বাস্থ্যসাথী নিয়ে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করানোর ক্ষেত্রে বড় সুবিধে পেয়ে থাকেন এই রাজ্যের মানুষ।বিলে বেনিয়ম ঠেকাতে এবার নতুন উদ্যোগ নিল স্বাস্থ্য দফতর। কোনও রোগী যদি ১০ দিনের বেশি হাসপাতালে থাকেন, তাহলে তাঁর মেডিক্যাল অডিট হবে। এই মেডিক্যাল অডিটের পরই সরকার বিলের টাকা পাস করবে। যে অপারেশনের জন্য রোগী ভর্তি, শুধু তার টাকাই দেবে রাজ্য সরকার। পরে অন্য কোনও সমস্যা ধরা পড়লে সেই অপারেশনের টাকা দেবে না সরকার।সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই সরকারের কাছে সরকারের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ আসছিল। বেশ কিছু বেসরকারি হাসপাতাল নাকি বাড়তি টাকা আদায় করছিল ! তার জেরেই স্বাস্থ্যসাথী নিয়ে এই নয়া নির্দেশিকা আনল রাজ্য।