বিশ্বভারতীর হোস্টেল খোলার দাবিতে বিক্ষোভ

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এর হোস্টেল খোলার দাবিতে অবস্থান । তাদের অভিযোগ তাদের সাথে কথা বলত নারাজ বিশ্বভারতী কর্তপক্ষ। তারা পাঁচিল টপকে বেশ কিছু জন ছাত্রছাত্রী ভিসি অফিসের সামনে এসে পৌঁছে আটকে দে গেট। ইতিমধ্যেই রেজিস্টারের গাড়ি পিছনের গেট দিয়ে বেরোতে গেলে, তৃণমূল ছাত্র পরিষদেরক ছেলেরা গাড়ির সামনে এসে বসে পরে। বাধ্য হয়ে তার গাড়ি ঘুরে অফিসে ঢুকে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − seven =