বিশ্ব উষ্ণায়ন হাত থেকে বাঁচাতে সাইকেল ভ্রমণ।

বিশ্ব উষ্ণায়ন রুখতে সাইকেল ভ্রমণের মধ্যে দিয়ে আন্তর্জাতিক বার্তা ছাত্রের ।ভারতের উত্তরপ্রদেশের গাজীপুরের বাসিন্দা বছর১৯, এর যুবক প্রদীপ সিংহ রাষ্ট্রবিজ্ঞান এর স্নাতক স্তরের ছাত্র। ছোটবেলা থেকে শুনে আসছে কিভাবে বিশ্ব উষ্ণায়ন দিনে দিনে গ্রাস করছে সারা পৃথিবী কে ।একদিকে নদীদূষণ রুখতে, অন্যদিকে ম্যানগ্রোভ বাঁচানো লক্ষ্যে এবার পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না থেকে। আন্তর্জাতিক স্তরে সচেতনতা বার্তা দিতে সাইকেলে ব্যাটারির বলে ২০২১,এর গত মাসের ১৬ ই ডিসেম্বর তারিখে সাইকেলে ভ্রমণ শুরু করেছে। ইতিমধ্যে নেপাল ভুটান হয়ে ঝারখান্ড বিহার উড়িষ্যা অবশেষে বাংলার প্রান্তিক সুন্দরবনের পৌঁছেছে। এখানে বিভিন্ন গ্রাম ঘুরে একদিকে ম্যানগ্রোভ নিধন করা কতটা ক্ষতি, বিশ্ব উষ্ণায়নে সেটা আবার মানুষের বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা বার্তা দিচ্ছেন। অন্যদিকে নদী দূষণ রুখতে যাতে বিভিন্ন প্লাস্টিক আবর্জনা দূষিত জিনিস যাতে নদীতে না কেউ ফেলে সাধারণ মানুষকে সেই বার্তায় প্রধান লক্ষ্য। অন্যদিকে প্রচুর পরিমাণে গাছ লাগানোর পরামর্শ দিচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven − 7 =