বিশ্ব নারী দিবসে মহিলাদের কার র‍্যালি 

বিশ্ব নারী দিবসে মহিলাদের কার র‍্যালি

বিশ্ব নারী দিবস উপলক্ষে দুর্গাপুরের ইনার হুইল ক্লাবের পক্ষ থেকে দুর্গাপুরের বেশকিছু নারীদের নিয়ে আজ শুরু হলো কার র‍্যালি ।এই কার র‍্যালিতে অংশ নিয়েছে ৪৫  জন মহিলা। গাড়ি রয়েছে ১৫  টি দুর্গাপুর এর মধ্যেই ২২ কিলোমিটার ঘুরবে এই গাড়ি গুলি। কার রালি শুরু হয় দুর্গাপুরে বিধান নগরের টেনিস ক্লাব থেকে শুরু হয়ে সিটি সেন্টার হয়ে টাউনশিপ ঘুরে পুনরায় এই ক্লাবে এসে সমাপ্ত হবে । যেখান থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় নির্বাচন করা হবে । কার র‍্যালির শুভ সূচনা করেন দুর্গাপুর নগর নিগমের ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছবি নন্দী। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানান শুধুমাত্র নারী দিবস উপলক্ষে মহিলাদের আরো উৎসাহ বাড়ানোর জন্যই এই কার র‍্যালির আয়োজন এবং সমস্ত গাড়িতে লেখা আছে পরিবেশ কে আরো সুন্দর করে গড়ে তোলার নানান বার্তা । এছাড়াও আরেকটি বার্তা দেন উদ্যোক্তারা যে রাঁধে সে চুলও বাঁধে। মেয়েরা সমাজে আর পিছিয়ে নেই । এই র‍্যালি থেকে বাকি মহিলাদের আরও এগিয়ে আসার বার্তা দেওয়া হয় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two + twenty =