বিশ্ব নারী দিবস কে সামনে রেখে পরিবেশ দূষণ প্রতিরোধ

আগামী ৮ ই মার্চ বিশ্ব নারী দিবস কে সামনে রেখে পরিবেশ দূষণ প্রতিরোধের লক্ষ্যে নদীবক্ষে নৌকা যাত্রার মধ্য দিয়ে সমাজকে সচেতন করার এক অভিনব সচেতনতা মূলক বার্তা তুলে ধরলেন জগাছা জে ওয়াই এস ফাউন্ডেশন এর সদস্য সদস্যরা। বৃহস্পতিবার সকালে নদীয়ার নবদ্বীপ পৌরসভার অন্তর্গত দেয়ারা পাড়া সংলোগ্ন ভাগীরথী নদীর ঘাট থেকে জগাছা যুব শক্তি ফাউন্ডেশন নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আটজন মহিলা সহ তিন জন পুরুষ সদস্য নদীবক্ষে নৌকা যাত্রার মধ্য দিয়ে সূচনা করেন এই অভিনব সমাজ সচেতনতামূলক যাত্রার। এদিনের এই নৌকা যাত্রা টি সকাল আনুমানিক দশটা নাগাদ শুরু হয়ে আগামী ৮ ই মার্চ হাওড়া রাম কৃষ্ণপুর ঘাটে গিয়ে শেষ হবে বলে জানিয়েছেন ফাউন্ডেশন এর সদস্যরা। নারী দিবসকে সামনে রেখে বিশ্বব্যাপী নারী সুরক্ষা সহ নদীবক্ষে ভাঙ্গন প্রতিরোধ ও বৃক্ষরোপণ সহ দূষণ থেকে পরিবেশকে রক্ষা করার বার্তা নিয়েই মূলত তাদের এই অভিনব সচেতনতা অভিযান বলেই এইদিন জানান জে ওয়াই এস ফাউন্ডেশনের অন্যতম সদস্যা তথা টিম লিডার শিখা জানা। এদিনের অভিযানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নবদ্বীপ পৌরসভার প্রশাসক বিমান কৃষ্ণ সাহা। বিমানবাবু ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার অন্যান্য প্রশাসক বৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + one =