বিশ্ব রক্তদাতা দিবস,রক্তদান শিবিরের আয়োজনে বহরমপুর পুলিশ।

বিশ্ব রক্তদাতা দিবস,রক্তদান শিবিরের আয়োজনে বহরমপুর পুলিশ।

সোমবার ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে অর্থাৎ বিশ্ব রক্তদাতা দিবস ।করোনা আবহে প্রবল হয়ে উঠেছে রক্ত সংকট।বলা চলে কিছুটা করোনা আতঙ্কের বশেই সাধারণ মানুষ রক্তদানে পিছুপা হয়েছেন।সেই কারণেই ক্রমাগত বেড়ে চলেছে রক্ত সংকট।তবে এই রক্ত সংকট মেটাতে করোনা বিধি মেনে রাজ্য সরকার থেকে শুরু করে বিভিন্ন ক্লাব এবং স্বেচ্ছাসেবী সংস্থা উদ্যোগী হয়েছে স্বেচ্ছায় রক্তদান শিবির কর্মসূচি আয়োজনে।বলাই বাহুল্য করোনার ধাক্কা গোটা বিশ্বকে ফের একবার উপলব্ধি করিয়েছে জীবন বাঁচাতে রক্তদানের গুরুত্ব।তাই এদিন সোমবার বহরমপুর থানার আয়োজন করলো স্বেচ্ছায় রক্তদান শিবিরের।এদিন বহরমপুর থানার কনফারেন্স হলে রক্তদান শিবির আয়োজিত হয়।ওই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন জেলা পুলিশ সুপার সবরী রাজকুমার।রক্তদাতাদের উৎসাহ দিয়ে পুলিশ সুপার বলেন, “দিনটিকে উৎসাহের সাথে জেলার বহরমপুর ,কান্দি ও লালবাগ মহকুমার বিভিন্ন থানায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।” মোট ৩০০ বোতল রক্তদানের লক্ষ্য নেওয়া হয়েছে।বিভিন্ন পুলিশ কর্মীর সাথে তাল মিলিয়ে উৎসাহিত এলাকার মানুষও স্বেচ্ছায় রক্তদান করলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 1 =