বিষাদের বিজয়া, ঘরে ফিরলেন উমা,প্রত্যেকটি ঘাটের মতোই বাবুঘাটেও চলছে প্রতিমা নিরঞ্জন পর্ব।
আজ বিজয়া দশমী। মায়ের বিদায় নেওয়ার পালা। বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার অপেক্ষা মাত্র। আবারও ১ টা বছরের অপেক্ষা। সকাল থেকেই বিভিন্ন পুজো মণ্ডপে চলছে মাকে পান, মিষ্টিতে বরণ। করোনা আবহেও বাঙালি নারীরা আজ মেতে উঠেছেন সিঁদুর খেলায়। আর বিকেল হতেই প্রত্যেকটি ঘাটে চলছে প্রতিমা বিসর্জনের পর্ব। আর সেই একই দৃশ্য ফুটে উঠলো কলকাতার বাবুঘাটে। বাড়ির পুজো থেকে বারোয়ারি একে একে সব প্রতিমারই চলছে বিসর্জন পর্ব। করোনা আবহে সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই চলছে বিসর্জন। পাশাপাশি প্রতিমা বিসর্জনের জন্য রাখা হয়েছে এনকেডিএ কর্মী। তারাই প্রতিমা গাড়ি থেকে নামানো থেকে শুরু করে জলে ভাসিয়ে দেওয়ার কাজ করছে। প্রতিমা বিসর্জনের সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দেওয়া হচ্ছে ঘাট। প্রতিমার সঙ্গে প্রায় পাঁচ জনকে ঘাট পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে। সবশেষে মুখে হাসি নিয়েও মনের কোণে কোথাও একটা ব্যাথা কনকন করতেই থাকে আজ বাঙালির। আর মায়ের মুখের দিকে তাকিয়ে অনেকেই বলে ওঠেন ” আবার এসো মা”।