বিহার থেকে দন্ডী কেটে কামাক্ষার পথে সাধুবাবা
বিহারের ভগলপুর থেকে প্রায় এক বছর আগে অসমের কামাক্ষা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন বাবা সত্তা দেবদাস। প্রতিদিন দন্ডী কেটে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন তার গন্তব্যে।বিহার থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা দন্ডী কেটে অতিক্রম করে বৃহস্পতিবার ধূপগুড়ি পৌঁছলেন তিনি।সাধুবাবাকে দর্শন করার জন্য রাস্তার দুধারে দাড়িয়ে থাকে অসংখ্য মানুষ। পুন্য অর্জনের জন্য অনেকে সাধুবাবার পা ছুঁয়ে প্রণাম করে হাতে দক্ষিনাও তুলে দেয়।
