বিহার নির্বাচনের প্রভাব পড়বে বাংলাতেও,একুশের বিকল্প মমতাই। বললেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।

বসিরহাট মহাকুমার স্বরুপনগর মালঙ্গপাড়া হাই স্কুলে আজ মঙ্গলবার জেলা সভাধিপতি ও বিধায়ক বিনা মন্ডল,ব্লক সভাপতি কিংকর মন্ডল, তৃণমূল নেতা রমেন সরদার ও বাবলি সরকারের উদ্যোগে আয়োজিত হল একুশের বিধানসভার নির্বাচনী জনসভা।প্রধান অতিথি হিসেবে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় প্রকাশ্য জনসভায় এসে বলেন, “বিহার নির্বাচনের ফলাফল বাংলায় পড়বে সীমান্ত এলাকায়। কিন্তু ২০২১ এ মমতার বিকল্প কেউ নেই।”পাশাপাশি তিনি আরও বলেন, রাজ্যের একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কোন মুখ নেই। বহিরাগতদের স্থান নেই। কয়দিন আগে দেশে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছিলেন, ২০২১ এ তৃণমূলের মৃত্যুঘণ্টা বাজাবেন। এর প্রত্ত‍্যুত্তরে বিজেপিকে একহাত নিলেন তিনি।পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম দিবসে তৃণমূলের জনসভা নিয়ে মুখ খুলতে নারাজ তিনি।বিভিন্ন বিরোধী পক্ষদের বিরুদ্ধেও মন্তব‍্য প্রকাশ করেন গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখার্জী।সবশেষে তৃণমূলের হাত শক্ত করার বার্তাই দিলেন বসিরহাট মহকুমা সহ গোটা রাজ‍্যবাসীকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − eighteen =