বিহার-বাংলা সীমান্তের হরিশ্চন্দ্রপুরে আগ্নেয়াস্ত্র সহ ধৃত এক যুবক

বিহার-বাংলা সীমান্তের হরিশ্চন্দ্রপুরে আগ্নেয়াস্ত্র সহ ধৃত এক যুবক

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মালদা জেলা পুলিশের অভিযান অব্যাহত। রবিবার রাতে নাকাচেকিং এর সময় এক রাউন্ড কার্তুজ ও আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। সোমবার ধৃতকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতের নাম মহম্মদ ইয়াসিন (২৫)। বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মালিওর গ্ৰাম পঞ্চায়েতের ধনিয়াপাড়া এলাকায়। ধৃত ওই যুবক বাংলা বিহার সীমান্তে কুমেদপুর সাহাপাড়া ৮১ নম্বর জাতীয় সড়কে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিল। নাকা চেকিং এ ওই যুবকের কাছ থেকে দোনালা বন্ধুক ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। সোমবার ধৃত যুবককে জেলা আদালতে পেশ করা হয়েছে। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান বাংলা-বিহার সীমান্তবর্তী এলাকায় নাকা চেকিং চলছিল।সেখানেই ওই যুবক ঘোরাফেরা করছিল। তখনই তল্লাশি চালিয়ে ধৃত যুবকের কাছ থেকে দোনালা বন্দুক সব গুলি উদ্ধার হয়েছে।ধৃতকে আজ চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + 7 =