বীরভূমের মল্লারপুরে জাতীয় সড়কে সরকারি বাস ও অটোর মুখোমুখি সংঘর্ষ ,মৃত ৯।
বীরভূমের মল্লারপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা। জাতীয় সড়কে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ৬ জনের রক্তাক্ত দেহ।মঙ্গলবার রামপুরহাটের তেলডা গ্রামে রানীগঞ্জ-মোড়গ্রাম জাতীয় সড়কে একটি সরকারি বাস ও অটোর মুখোমুখি সংঘর্ষ হয়।মুখোমুখি একটি যাত্রীবাহী অটোকে ধাক্কা মারে বাসটি।ভয়ঙ্কর ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৯ অটো যাত্রীর।গুরুতর আহত অটোর চালক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই অটোযাত্রীরা চাষের কাজ করে ঘরে ফিরছিলেন।ধান রোয়ার কাজ করতে গিয়েছিলেন ওইসব যাত্রীরা।মৃতদের বাড়ি রামপুরহাট ১ নম্বর ব্লকের কাষ্ঠগোড়া পঞ্চায়েতের পারকান্দি গ্রামে।ওই সময় তেলডা গ্রামের কাছে এসে তাদের অটোটি একটি দ্রুত গতিতে আসা সরকারি বাসের সামনে পড়ে যায়। প্রবল গতিতে বাসটি এসে ধাক্কা মারে অটোটির গায়ে।প্রবল ধাক্কায় অটোটি দুমড়ে মুচড়ে যায়।অটোচালককে আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
