বীরভূমের মল্লারপুরের ১৪ নম্বর জাতীয় সড়কের মল্লারপুর পেট্রল পাম্পের কাছে কাছে ঘটনাটি ঘটে। জানা গেছে মারুতি ভ্যান টি সিউড়ি থেকে রামপুরহাট দিকে আসছিল সেই সময় মল্লারপুর পেট্রোল পাম্পে কাছে দূর্ঘটনা টি ঘটে।নিয়ন্ত্রণ হারিয়ে একটি মারুতি ভ্যান দাড়িয়ে থাকা একটি লরিকে ধাক্কা মারে। মারুতি ভ্যানে থাকা দুজনের অবস্থা আশঙ্কা জনক তাদের কে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।