সামনেই দুর্গাপুজো। দুর্গাপুজো সময় বিদ্যুৎ পরিষেবা নিরবিচ্ছিন্ন রাখতে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। কাজ চলাকালীন আচমকাই বিদ্যুৎ সংযোগ চালু হয়ে যাওয়ায় ট্রান্সফর্মারে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো বিদ্যুৎ দফতরের অস্থায়ী কর্মীর। মৃতের নাম নেপাল বেসরা। ঘটনাটি বীরভূমের সিউড়ি বাসস্ট্যান্ডে। জানা গিয়েছে, বিদ্যুতের মেনটেনেন্সের কাজ করা হচ্ছিল। হঠাতই বিদ্যুৎপৃষ্ট হয় এবং তার মৃত্যু ঘটে। পরে দমকল এসে তাঁর মৃতদেহ উদ্ধার করে। বিদ্যুতের লাইন বন্ধ করা সত্ত্বেও কীভাবে চালু হল? তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 5 =