বীরভূমে, আদিবাসী পাথর ব্যবসায়ীকে শুট আউটের ঘটনায় রামপুরহাট থানার পুলিশ গ্রেফতার করলো আরো এক দুষ্কৃতিকে। ধৃতকে ঝাড়খন্ড থেকে গ্রেপ্তার করে রামপুরহাট থানার পুলিশ। ধৃত ব্যাক্তির নাম সোনাতন মারিয়া বাড়ি ঝাড়খণ্ডের পাকুড় জেলার মহেশপুর গ্রামে। আজ রবিবার বেলা ১১:৩০ নাগাদ রামপুরহাট আদালতে পেস করা হয় ধৃতকে।
প্রসঙ্গত জানা যায় রবিবার আনুমানিক বেলা ১১টা নাগাদ বীরভূমের রামপুরহাট থানার শালবাদরা পাথর শিল্পাঞ্চল এলাকায়ার নিরষা গ্রামে, একটি পেট্রোল পাম্পের সামনে একটি দোকানে বসে ছিলেন রামপুরহাট থানার সুলুঙ্গা গ্রামের এক পাথর ব্যবসায়ী সুদীপ বাসকি, পাথর ব্যবসায়ীকে কে লক্ষ্য করে গুলি মারে দুষ্কৃতীরা,গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু আদিবাসী পাথর ব্যবসায়ী সুদীপ বাসকির। এই ঘটনার তদন্তে নেমে রামপুরহাট থানার পুলিশ চারজনকে গ্রেপ্তার করে গত বুধবার ও আজ আরো একজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে রামপুরহাট আদলতে পেশ করা হলো। এই সুট আউটের ঘটনায় মোট ৫ জনকে গ্রেপ্তার করা হলো। জানা যায় এখনো তদন্ত চালাচ্ছে পুলিশ।