প্রায় দেড় মাস পর বীরভূম জেলার বোলপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আয়োজিত হয়েছে কোর কমিটির বৈঠক। ইতিমধ্যেই, সেই বৈঠকে যোগ দিতে উপস্থিত হয়েছেন- সাংসদ অসিত মাল, বিধানসভার ডেপুটি স্পিকার তথা জেলার চেয়ারম্যান আশিষ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অভিজিৎ সিনহা, কাজল সেখ, অনুব্রত মণ্ডল। গত শুক্রবার রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের রদবদলে বীরভূমের জেলা সভাপতি পদ থেকে সরানো হয়েছে অনুব্রত মণ্ডল কে তাঁর জায়গায় চেয়ারম্যান হিসেবে আশিষ বন্দ্যোপাধ্যায় কে রাখা হয়েছে ও ৯ সদস্যের কোর কমিটির রেখে জেলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তবে এই বৈঠকের পর কি হয় সেদিকেই তাকিয়ে গোটা রাজনৈতিক মহল। আবার বৈঠক শুরু হতে না হতেই ইতিমধ্যেই বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ, তিনি বলেন আমি দলের মুখপাত্র নই বাকিদের কাছে জেনে নিন আজ বোলপুরে সৌরভ গাঙ্গুলী আসছেন তাই সেই কাজেই বেরিয়ে চললাম।