বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর প্রয়ান দিবস।
১১ই অগাষ্ট বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস। বিভিন্ন জায়গায় দিনটিকে যথাযথ শ্রদ্ধার সাথেই উদযাপন করা হচ্ছে।একই ছবি রায়গঞ্জ শহরেও।এদিন রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে যথাযথ মর্যাদার সাথে ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস পালন করা হয়। এদিন সকালে রায়গঞ্জ শহরের বিদ্রোহী মোড়ে ক্ষুদিরাম বসু মূর্তির পাদদেশে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস, প্রশাসক মন্ডলীর সদস্য সাধন বর্মন, চৈতালি ঘোষ সাহা, তপন দাস সহ সমস্ত কো-অর্ডিনেটররা। সকলেই একে একে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। এই মহান যোদ্ধার ভাবধারা ও জীবনাদর্শ নিয়ে আলোচনা করা হয়। প্রসঙ্গতঃ ১১ ই অগাস্ট ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসকে আত্মবলিদান দিবস হিসেবেও পালন করা হয়ে থাকে সারা দেশে।
