বুধবার কোন্নগর বারো মন্দির ঘাটে স্নান করতে এসে তলিয়ে যাওয়া যুবকের হদিস মিলল
প্রায় ৩০ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার কোন্নগর বারো মন্দির সংলগ্ন মাজ গঙ্গায় খবর পাওয়া মাত্রই তার বাড়ির লোকজন এলাকাবাসী শোকে ভেঙে পড়লেন। পুলিশ প্রশাসনের ও পৌরসভার তৎপরতায় বৃহস্পতিবার কোন্নগরে উদ্ধার হলো ছাত্রের দেহ। শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হল ছাত্রীর দেহ । নিছক দুর্ঘটনা না অন্য কোনো কারণ খতিয়ে দেখছে পুলিশ।