বৃক্ষ রোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা দিয়ে বোনের জন্মদিন পালন করলো ভাই।
এক অভিনব কায়দায় বোনের জন্মদিন পালন করলো দাদা। এদিন বহরমপুরের আদিলসাহ তার বোন তসলিমা খাতুনের জন্ম দিন পালন করতে বহরমপুর থেকে ১৮ কিমি দূরে নওদা গ্রামে গিয়ে বাসুদেব সরকার নামে এক কৃষকের জমিতে ১৪ টি বৃক্ষ রোপণ করলো তার বোনের ১৪ তম জন্মদিন উপলক্ষে। এই ধরনের উদ্যোগ পরিবেশ রক্ষায় মানুষকে আরো উদ্বুদ্ধ করবে এই আশা পরিবেশ কর্মী অর্ধেন্দু বিশ্বাসের।
বিনামূল্যে জমিতে মূল্যবান বৃক্ষ রোপণ করতে পেরে খুশি কৃষক বাসুদেব সরকার।
