বৃদ্ধাশ্রমে প্রথা মেনে ভাইফোঁটা।

বৃদ্ধাশ্রমে প্রথা মেনে ভাইফোঁটা।

শনিবার খান্দরা উদবর্তন বৃদ্ধাশ্রমে প্রথা মেনে আয়োজিত হল ভাইফোঁটা অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রানীগঞ্জ বিধানসভার প্রাক্তন বিধায়ক রুনু দত্ত, শিল্পপতি নরেশ শর্মা চিকিৎসক কেসি মহারথ সহ অন্যরা। আবাসিক বোনেরা উলুধ্বনি শঙ্খ বাজিয়ে প্রথা মেনে ফোঁটা দেন আবাসিক ভাইদের কপালে। অনুষ্ঠানটির সূচনা করেন প্রাক্তন বিধায়ক রুনু দত্ত। তিনি বলেন ভাতৃত্বের পবিত্র দিনে ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করে বোনেরা। বোনেদের সুখ ও সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ হয় ভাইয়েরা। এমন একটা অনুষ্ঠানে হাজির থাকতে পেরে তিনি কৃতজ্ঞ বলে জানান। বৃদ্বাশ্রমের পক্ষে অনুপ সিনহা জানান, বর্তমানে বৃদ্ধাশ্রমের ১৩ জন মহিলা সহ রয়েছেন ২৩ জন আবাসিক । এছাড়াও অতিথিরা ছাড়া আবাসিকদের ভাই-বোনেরাও অনুষ্ঠানে যোগ দেন । সংস্থার পক্ষ থেকে মহিলা আবাসিকদের শাড়ি ও পুরুষ আবাসিকদের পোশাক উপহার দেওয়া হয় । সংস্থার পক্ষ থেকে এদিন বিকেলে ২০০ জন গ্রামবাসীকে শীতবস্ত্র দেওয়া হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − 3 =