বৃষ্টিকে উপেক্ষা করেই বৃষ্টিতে ভিজেই নদীয়ার মসজিদে চললো নামাজ আদায়।

আজ ইসলাম ধর্মের পবিত্র ঈদ।সকাল থেকে বৃষ্টিকে উপেক্ষা করে বৃষ্টিতে ভিজেই চলছে হাজার হাজার মানুষের নামাজ আদায়। সকাল থেকে সেই চিত্র ধরা পরল নদীয়া জেলার একাধিক মসজিদে। একমাস রোজা থাকার পর ইসলাম ধর্মালম্বী সকল মানুষের জন্য আজকের দিনটি অনেক খুশির। হিন্দুরা যেমন বছরে একবার দুর্গোৎসবে মেতে ওঠেন, ঠিক তেমনি মুসলিমদের কাছে ঈদ বছরের সেরা উৎসব।

এদিন সকাল থেকেই নতুন বছরে বিভিন্ন মসজিদে হাজার হাজার মানুষ নামাজ আদায় করতে আসেন। বাড়িতে বিভিন্ন ধরনের রান্না করে খাওয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঘোরা ঈদের দিন কার্যত উৎসব চলে। কিন্তু সকাল থেকেই গোটা নদীয়া জেলা জুড়ে আকাশে কালো মেঘ সাথে মুষলধারে বৃষ্টি। যার কারণে কিছুটা হলেও অসুবিধায় পড়তে হয় নামাজ আদায়ে।দেখা যায় বৃষ্টিকে উপেক্ষা করেই চলছে নামাজ আদায়।

এ বিষয়ে এক মসজিদের মৌলানা আব্দুল হাফিজ বলেন, কার্যত বৃষ্টি উপেক্ষা করে বৃষ্টিতে ভিজে সকলে নামাজ আদায় করেছেন। বৃষ্টি কিছুটা সমস্যায় ফেললেও নামাজ আদায় কারো বন্ধ হয়নি।তবে প্রতিটি মসজিদের সামনে পাকাপোক্ত ছাউনির অনুরোধ জানাচ্ছেন সরকারের কাছে তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − 10 =