বৃষ্টি আসার আগেই জল নিকাশি ব্যবস্থা চাঙ্গা করতে তৎপর বিধায়ক

নদীয়ায় করিমপুরের হসপিটাল পাড়া এবং রামকৃষ্ণ পল্লী জল জমা দুর্দশা থেকে মুক্তি দিতে উদ্যোগী করিমপুর এর বিধায়ক বিশিষ্ট শিক্ষাবিদ বিমলেন্দু সিংহ রায়। বিধানসভা ভোটের প্রচারে এলাকাবাসীর কাছে জল জমা দুর্দশার কথা জানতে পারে। সেই সময় জল জমা দুর্দশা থেকে মুক্তি দিতে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিধায়ক বিমলেন্দু সিংহ রায় । সেই মত কথা রাখতে আজ করিমপুরে ১ নং ব্লকের করিমপুর ১ নং পঞ্চায়েতের অন্তর্ভুক্ত রামকৃষ্ণ পল্লী এবং করিমপুর হসপিটাল পাড়া জেলা পরিষদের ইঞ্জিনিয়ার নিয়ে পরিদর্শনে যান। এলাকাবাসীদের সাথে নিয়ে সমস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন । জেলা পরিষদের ইঞ্জিনিয়ার অফিসাররা এলাকা খুঁটিয়ে পরিদর্শন করেন এবং বিধায়কের আবেদনে এলাকাবাসীর জল জমা দুর্দশা থেকে মুক্তি পাওয়াতে এক অ্যাকশন প্ল্যান রেডির কথা জানান । এরপর জেলা পরিষদের ইঞ্জিনিয়ার নিয়ে বিধায়ক বিমলেন্দু সিংহ রায় করিমপুর বাস স্ট্যান্ড এর স্থানীয় বাসিন্দাদের চাহিদামত কমিউনিটি টয়লেট করার জন্য এলাকা পরিদর্শন করেন।
বিধায়ক বিমলেন্দু সিংহ উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানান। বিধায়ক বিমলেন্দু সিংহ রায় জানিয়েছেন আগামী দিনে এই এলাকাগুলোতে জল যাতে না জমে তার জন্য এক মাস্টারপ্ল্যান রেডি করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 7 =