বেআইনি ওভারলোডিং পাথরবোঝাই ট্রাক আটক করল পুলিশ

বেআইনি ওভারলোডিং পাথরবোঝাই ট্রাক আটক করল পুলিশ

মুখ্যমন্ত্রী স্বয়ং ওভারলোডিং বালি, পাথরের গাড়ির বিরুদ্ধে প্রশাসনকে কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছিলেন। সেইমতো এবার বেআইনি ওভার লোডিং পাথরবোঝাই ট্রাকের বিরুদ্ধে অভিযানে নামল ধূপগুড়ি থানা।সোমবার বিকালে গয়েরকাটার দিক থেকে ধূপগুড়ির দিকে আসা ওভারলোডিং পাথরবোঝাই দুটি ট্রাককে গিলান্ডি ব্রিজ সংলগ্ন এলাকায় আটক করে পুলিশ। ট্রাকের নিজস্ব ওজন সহ ওজন বহনের ক্ষমতা ১৮৫০০ কিলো,কিন্তু ট্রাক দুটি তার থেকে অধিক ওজন বহন করছে।এদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ । ওভারলোডিং এর জেরে বিগত দিনে বহু দুর্ঘটনা ঘটেছে । পুলিশ যখন অভিযান চালায় তখন কিছুদিনের জন্য এই ধরনের ঘটনা বন্ধ থাকে। অভিযান বন্ধ হতেই ফের মাথা চারা দিতে শুরু করে ওভারলোডিং।পুলিশ সুত্রে জানাগেছে, বেআইনি ওভারলোডিং বালি পাথরের গাড়ির বিরুদ্ধে অভিযান লাগাতার চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen + 19 =