বেআইনি গাড়ি বন্ধ করতে মঙ্গলবার দিন ডায়মন্ড হারবার আর টি ও অফিসের সামনে বিক্ষোভ
দেখালো বারোটি রুটে বাস ইউনিয়ন সংগঠনের শ্রমিক মালিকরা। ডায়মন্ড হারবার রায়দীঘি, কাকদ্বীপ, নূরপুর, নৈনান সহ একাধিক রুটে বেআইনি গাড়ি চলছে একাধিক। এর ফলে বাসের সেভাবে যাত্রী না হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাস মালিকরা। বাস মালিকদের অভিযোগ এই বেআইনি মোটর ভিকেলস চলাচলের মদদ দিচ্ছে আরটিও ডায়মন্ডহারবার। আরটিও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় বাস মালিক সংগঠনের সদস্যরা। এই অভিযোগ অস্বীকার করন আরটিও। তার দাবি সরকারি ভাবে মাঝেমধ্যেই বিভিন্নরোটে অভিযান চালিয়ে বেআইনি গাড়িগুলিকে বাজেয়াপ্ত করা হয় ।তবে বাস মালিক সংগঠনদেরকে কাছ থেকে যে অভিযোগ পাওয়া গেছে তার খতিয়ে দেখার আশ্বাস দেন আটটিও।