বেআইনি বহুতল নির্মাণ করতে গিয়ে সরকারি নথি জাল করার অভিযোগ উঠেছিলো বেলুড়ের এক প্রমোটারের বিরুদ্ধে

বেআইনি বহুতল নির্মাণ করতে গিয়ে সরকারি নথি, স্ট্যাম্প, আধিকারিকদের সই, এমনকি বিভিন্ন এগ্রিমেন্ট জাল করার অভিযোগ উঠেছিলো বেলুড়ের এক প্রমোটারের বিরুদ্ধে। বেলুড় থানায় দায়ের হওয়া এক লিখিত অভিযোগ অনুযায়ী হাওড়া আদালতের বিভিন্ন জুডিশিয়াল আধিকারিকের সই ও স্ট্যাম্প জাল করে, বিভিন্ন সময়ে কন্ট্রাক্ট পেপার তৈরি করছিলেন মিলন রায়চৌধুরী নামে ওই প্রমোটার ও তাঁর ছেলে বিশ্বজিৎ রায়চৌধুরী। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। মঙ্গলবার রাতে অভিযুক্ত প্রমোটার মিলন রায়চৌধুরীকে গ্রেপ্তার করে বেলুড় থানা পুলিশ। বুধবার তাঁকে হাওড়া আদালতে পেশ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − 4 =