বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে আশা কর্মীদের বিক্ষোভ তমলুকে।
‘পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন’ রাজ্য কমিটির উদ্যোগে আশাকর্মীদের ভাতার টাকা দফায় দফায় না দিয়ে একসঙ্গে দেওয়ার দাবীতে,অতিরিক্ত কাজের বোঝা না চাপানোর বিরুদ্ধে,বেতন বৃদ্ধি সহ ১৪ দফা দাবিতে শুক্রবার রাজ্যের সমস্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরের সাথে সাথে পূর্ব মেদিনীপুরের তমলুকে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন দেওয়া হয়।পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে জেলার বিভিন্ন ব্লক থেকে প্রায় পাঁচ শতাধিক আশাকর্মী তমলুক হাসপাতাল মোড়ে জমায়েত হন।আন্দোলনের শুরুতে মহান মানবতাবাদী ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ১৩২তম প্রয়ান দিবসে প্রতিকৃতিতে মাল্যদানের অনুষ্ঠান হয়।পরে মিছিল হাসপাতাল মোড় থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে স্বাস্থ্য আধিকারিক এর দপ্তরে যায়। ৫ জনের প্রতিনিধি ডেপুটেশন দেন।সমস্ত দাবির সঙ্গে জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারী সহমত প্রকাশ করেন এবং ইনসেন্টিভের টাকা একসাথে দেওয়া হবে এই আশ্বাস দেন। এই আন্দোলনে অংশগ্রহণ করেন ইতি মাইতি, মানসী দাস, সুদেষ্ণা মাইতি, শ্রাবন্তী মণ্ডল, ঝুমা মাইতি প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন সর্বভারতীয় শ্রমিক সংগঠন AIUTUC সর্বভারতীয় কমিটির সদস্য জ্ঞনানন্দ রায় এবং বিদ্যাসাগর দ্বিশত জন্মবার্ষিকী উদযাপন কমিটির যুগ্ম জেলা সম্পাদিকা রীতা প্রধান।