বেদখল হয়ে যাচ্ছিল পুরসভার জমি, জানতে পেরে জমির দখল নিল পুরসভা।

বেদখল হয়ে যাচ্ছিল পুরসভার জমি, জানতে পেরে জমির দখল নিল পুরসভা।

উত্তরপাড়া-কোতরং পুরসভার ৪ নং ওয়ার্ড হিন্দমোটের দেবাইপুকুর রোড এলাকায় একটি দশ কাঠা জমি রয়েছে।যে জমি প্রায় ত্রিশ বছর আগে তৎকালীন পুরপ্রধান শান্তিপ্রিয় দাশগুপ্ত মাধ্যমে পুরসভাকে দান করেছিলেন স্থানীয় বাসিন্দা বিজুলাল দাস।সেই জমিটি পতিত অবস্থায় পরেছিল।গত কয়েকদিন ধরে স্থানীয় দালাল মারফত জমিটি প্লট করে বিক্রি হয়ে যায় বলে অভিযোগ।জমির দখলও নিতে আসেন কয়েকজন।ওই ওয়ার্ড কো-অর্ডিনেটর প্রবীর কংসবণিক পুরসভাকে লিখিত ভাবে বিষয়টি জানান।আজ উত্তরপাড়া পুর প্রশাসক দিলীপ যাদব পুরসভার আধিকারীকদের নিয়ে জমিটি দেখতে যান।মাপজোকের পর পুরসভার জমি চিহ্নিত করে প্লাকার্ড মেরে দেওয়া হয় জমিতে।পুর প্রশাসক বলেন,জমিটি পুরসভার দীর্ঘদিন পরেছিল।বেআইনী দখলদারদের বিরুদ্ধে থানায় এফ আই আর করা হবে।এই জমিতে পুরসভা স্থায়ী সম্পদ তৈরী করবে যা মানুষের কাজে লাগবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 + 12 =