বেপরোয়া লরির ধাক্কায় নিহত ১আহত ৫।

বেপরোয়া লরির ধাক্কায় নিহত ১আহত ৫।

ঘটনাস্থল হুগলির আরামবাগ থানার পল্লীশ্রী মোড় এলাকায়।পুলিশ সূত্রে খবর, একটি লরি হরিণখোলা দিয়ে যাওয়ার পথে একটি বাইককে ধাক্কা মারে।অপরদিকে গৌরহাটি মোড়ের কাছে কালীপূজা দেখতে বেরিয়ে ছিল একটি পরিবার।পরিবারের ৭ জনকে সেই সময় ধাক্কা মারে। তাতে আহত হয় ৫ জন । ঘটনাস্থলে একজন মৃত হয় ও ১জন আহত হয়। আহতকে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করে। ঘাতক গাড়িটিকে আরামবাগ থানার পুলিশ আটক করে এবং গাড়ি চালককে আটক করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 + 10 =